manobkantha

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের ২য় পুনর্মিলনী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট স্টাডিজের ২য় পুনর্মিলনী আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠিত হবে, রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২৫ জানুয়ারী পর্যন্ত। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ৩ হাজারের অধিক অ্যালামনাই এবং ১৬ হাজারের অধিক শিক্ষার্থী সেদিন ক্যাম্পাস মুখরিত করে রাখবে। এছাড়াও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেজ মাতাবেন মিলা, তাবিত ও গাল্লি বয় রানা এবং তরুণ মুন্সি।

পুনর্মিলনীতে অ্যালামনাইয়দের মধ্যে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, কর্পোরেট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশায় যুক্ত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

দিনব্যাপী অনুষ্ঠানে পুরো ক্যাম্পাস মনোমুগ্ধকর আলোকসজ্জার পাশাপাশি সকালে আনন্দ র‌্যালির আয়োজন করা হবে। রেজিস্ট্রেশন করতে লগইন করুন: www.aams-jnu.org