manobkantha

১০৫ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ১০৫ কোটি টাকা জিতেছেন মোহাম্মদ রায়ফুল নামে এক প্রবাসী বাংলাদেশি। মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যমগুলোতে এ খবর প্রচার করা হয়েছে।

প্রবাসী মোহাম্মদ রায়ফুল আমিরাতের আল আইনের বাসিন্দা। তিনি আবুধাবির ‘দ্য বিগ টিকেট র‌্যাফেল ড্র’ তে ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কারটি জিতেছেন, যার মূল্যমান ৩৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা)।

জানা যায়, প্রায় তিন দশক আগে ১৯৯২ সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য বিগ টিকেট লটারি চালু করা হয়। প্রতিমাসে যার ড্র অনুষ্ঠিত হয়।

প্রথম স্থানের জন্য পুরস্কারের টাকার মূল্য প্রতিমাসে পরিবর্তন হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে ছিল প্রথম পুরস্কার ৩৫ লাখ দিরহাম (প্রায় ১০৫ কোটি টাকা)।

জানুয়ারি মাসের দ্বিতীয় পুরস্কার জিতেছেন ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল। তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। আরো তিন ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান পুথিয়াভেটিল প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন।

মানবকণ্ঠ/এআই