
মিশিগানে নতুন বছর উদযাপনে প্রবাসী বাংলাদেশিরা
- ০৩ জানুয়ারি ২০২৩, ১৭:৫৪

পুরোনো বছরের বিদায়ের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে পুরো বিশ্ব। বর্ষবরণের এই উৎসবে সামিল হন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও।
শনিবার (৩১শে ডিসেম্বর) মধ্যরাতের প্রথম মুহূর্তে মিশিগানের আকাশে শুরু হয় আতশবাজির ঝলকানি। মিশিগানের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ছিল নানান আয়োজন। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ওয়ারেন সিটির দেশি হল ও মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে বর্ষবরণকে ঘিরে বড় পরিসরে ছিল নাচ-গান-ডিজে পার্টির মতো অনুষ্ঠান।
তাছাড়া রাজ্যের হ্যামট্রাম্যাক, ডেট্রয়েট, ওয়ারেন, স্টার্লিং হাইটসসহ বিভিন্ন সিটিতে বসবাসরত বাংলাদেশিরা রেষ্টুরেন্ট কিংবা বাসা-বাড়িতে নববর্ষকে ঘিরে বাঁধভাঙা উল্লাস করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা পরিবার-পরিজন নিয়ে আতশবাজি, নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে অংশ নেন।
ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে 'মিশিগানের আমরা কজন' ব্যানারে আয়োজিত ফ্যামিলি নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যরাতে উন্মাদনায় শেষ হয়। স্থানীয় শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানে মিশিগানের জনপ্রিয় কন্ঠশিল্পী আনন্দ ব্রান্ডের পৃথা দেব'র সুরের মুর্ছনায় মুগ্ধ হন আগত প্রবাসী বাংলাদেশিরা। সুপর্না চৌধুরীর উপস্থাপনায় বায়োলিন বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন সামান্তা চৌধুরী।
এছাড়া সিটির অভিজাত দেশি হলে থার্টি ফাস্ট নাইটের অনুষ্ঠানে মধ্যরাত পর্যন্ত ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচেপড়া ভিড়। হিন্দু যুব ক্লাব'র উদ্যোগে বর্ণিল আয়োজনে নাচ-গান ও ডিজে পার্টিতে মাতোয়ারা ছিলেন আগত অতিথিরা। ফ্যাশন শো এবং র্যাফল ড্রয়ের মাধ্যমে শেষ হয় সকল আনুষ্ঠানিকতা।
মানবকণ্ঠ/এমআই