manobkantha

মিশিগানের ওকল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে বিজয় দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওকল্যান্ড ইন্টারন্যাশনাল একাডেমি হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। স্কুলটির ক্যাম্পাসে শুক্রবার (১৬ ডিসেম্বর) আয়োজিত বিজয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে বাংলাদেশের স্বাধীনতা আর গৌরবগাঁথা ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মের সাথে ভিনদেশিদের সরব উপস্থিতি বিজয় দিবসের উদযাপনে ভিন্নমাত্রা যোগ করে।

বিজয় দিবস পালনের লক্ষ্যে ওকল্যান্ড ইন্টারন্যাশনালের মূল ক্যাম্পাস লাল সবুজের পতাকা, নানান রঙের বেলুন আর বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস সম্বলিত পোস্টার দিয়ে সাজানো হয়। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ ও তাদের পরিবারের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস তুলে ধরা ও ভিনদেশিদের কাছে বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় এইদিন সামনে নিয়ে আসার লক্ষ্যেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক জাহেদ উদ্দিনের তত্ত্বাবধানে বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিন্সিপাল কেভিন ওয়েড, ডিন আকিল আলহালেমি, ডিন জোডি বারবা, সহকারী শিক্ষিকা মনি চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী করিমা বেগম, মুনমুন দাস এবং জান্নাতুল নাঈম। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের কমিউনিটি কানেকশন টিমের মাইশা, নাইমা, নুরি, ফাহিমা, সরোয়ার, তানভীর, রাবেয়া, সুব্রত, তাহের, উবাইদুল, এবাদুর, রুমি, প্রমা এবং শাজুসহ অনেকে।