
অ্যাম্বুলেন্স থেকে ১৪ কোটির ড্রাগস বাজেয়াপ্ত আসাম পুলিশের
- ১৪ ডিসেম্বর ২০২২, ২০:২৫

আবারও বাংলাদেশে ড্রাগস পাচারের প্রয়াস ভেস্তে দিল আসামপুলিশ। মঙ্গলবার রাতে গুয়াহাটি হেংড়াবাড়ির একটি অ্যাপার্টমেন্টের পার্কিং স্লটে হানা দিয়ে গুয়াহাটি পুলিশ একটি অ্যাম্বুলেন্স থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট ও ২০৭ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে। আন্তর্জাতিক বাজারে এর মূল্য ১৪ কোটি টাকা হবে।
গুয়াহাটি পুলিশের মতে, মনিপুরের রাজধানী ইম্ফল থেকে নাগাল্যান্ডের একটি শহর ডিমাপুর সড়ক ধরে বিশাল পরিমাণের এই নেশার ট্যাবলেট গুয়াহাটি হয়ে মেঘালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সুযোগ করে সেই ট্যাবলেট মেঘালয়, আসামের করিমগঞ্জ অথবা ধর্মনগর-কৈলাশহর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের লক্ষ্য ছিল।
পুলিশ এই ঘটনায় মেঘালয় রজনীকান্ত এলাকার মিরাজুল আলী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। অভিযানে গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার (জেসিপি) পার্থ সারথি মহন্তের নেতৃত্বে একটি বিশেষ স্কোয়াড ছিল। অভিযানে এডিসিপি কল্যাণ পাঠকও অংশ নেন।
আজ এই ঘটনার বিবরণ দিতে গিয়ে জেসিপি মহন্ত জানান, অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিশাল পরিমাণের মাদক পাচার করা হচ্ছে বলে তাদের কাছে খবর ছিল। তাই গতরাতে এমএন ০৩ সি ০০৩৮ নম্বরের অ্যাম্বুলেন্সটিতে ফ্ল্যাশলাইট দিয়ে তল্লাশি চালাতে গিয়ে মাদক পাওয়া যায়।
ঘটনা হচ্ছে, গত (৯ ডিসেম্বর) শুক্রবার রাতে কাছাড় পুলিশ মিজোরাম থেকে শিলচর অভিমুখী একটি ট্রাক থেকে ২ লাখ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছিল। ওই ঘটনায় ৫ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আর এর পাঁচদিনের মধ্যে ফের মাদকের এক বিশাল কনসাইনমেন্ট ধরা পড়ার ঘটনাটা বেশ উদ্বেগজনক।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মনিপুর থেকে অ্যাম্বুলেন্সটি গুয়াহাটি এসেছে ঠিকই। কিন্তু ড্রাগসের উৎস হচ্ছে মায়ানমারের সোনালি ত্রিভুজ। হেরোইন, ব্রাউন সুগারের জন্য সোনালি ত্রিভুজ কুখ্যাত অঞ্চল হিসেবে বিবেচিত।
মানবকণ্ঠ/এমআই