manobkantha

মিশিগানে এনআরবি বিজনেস তারকা অ্যাওয়ার্ড

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এনআরবি বিজনেস তারকা অ্যাওয়ার্ড। রোববার ১১ ডিসেম্বর সন্ধ্যায় হ্যামট্রামেক সিটির গেইট অব কলম্বাসে নিউইয়র্ক থেকে আসা এক ঝাঁক শিল্পীদের অংশগ্রহণে সম্পন্ন হয় বর্ণাঢ্য আয়োজন। প্রবাস জীবনে ব্যবসা ও কমিউনিটিতে যারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন, তাদের স্বীকৃতি দিতেই মিশিগানে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সুরের মূর্চ্ছনায় সবাইকে মুগ্ধ করেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, শাহ মাহবুব, রিয়া রহমান, ত্রিনিয়া হাসান। শারমিনা সিরাজ সোনিয়ার সঞ্চালনায় গানের ফাঁকে ফাঁকে এনআরবি বিজনেস তারকা অ্যাওয়ার্ড প্রদান করেন রিয়েল এস্টেট ইনভেস্টর ইস্টার্ন ইনভেস্টমেন্টের সিইও নুরুল আজিম, ওয়াশিংটন ইউনিভার্সিটির চ্যান্সেলর ও চেয়ারম্যান আবু-বকর হানিফ, রোটারিয়ান এহসান হাবিব, সাংবাদিক নেহার সিদ্দিক ও মল্লিকা খান মুনা।

এনআরবি বিজনেস তারকা অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো মিশিগান কমিউনিটির ২০ জনকে স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, ব্যবসায়ী সেলিম আহমদ, সাকের উদ্দিন সাদেকসহ কমিউনিটির বিভিন্নপর্যায়ের ব্যবসায়ীরা এনআরবি বিজনেস তারকা অ্যাওয়ার্ড লাভ করেন।

অনুষ্ঠানজুড়ে জমকালো আয়োজন থাকলেও দর্শক উপস্থিতি কম দেখা যায়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মধ্যরাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীনের মনোমুগ্ধকর গানে সমাপ্তি ঘটে এনআরবি বিজনেস তারকা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের।