manobkantha

বার্তা সম্পাদক নেবে বিবিসি বাংলা

বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলা এডিশনের জন্য দক্ষ ও অভিজ্ঞ লোকবল নিয়োগ দেবে। নিয়োগের পর ঢাকাভিত্তিক অফিসে কাজ করতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : নিউজ এডিটর, বাংলা এডিশন (বার্তা সম্পাদক)

আবেদন যোগ্যতা : বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সারির সংবাদমাধ্যমে সিনিয়র এডিটর হিসেবে সফলভাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

নিউজরুমের দল পরিচালনা করার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সভিত্তিক কনটেন্ট নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে। এডিটরিয়াল মূল্যবোধ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে পটু হতে হবে। বাংলা ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আইন ও নীতিমালা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়াবিষয়ক নানা বিষয়ে জানাশোনা থাকতে হবে।
নিয়োগ দেয়া হবে স্থায়ীভাবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজ করতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ সময় ১৯ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।