
মাদারীপুরে ট্রাক্টর উল্টে ৩ মামা-ভাগ্নে নিহত
- ০৩ ডিসেম্বর ২০২২, ২১:৪২

মাদারীপুরে ট্রাক্টর উল্টে দুই ভাগ্নে ও মামা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ঝাউদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝাউদি ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম, কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার ও জিহাদ হাওলাদার।
মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. শিহাব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, শনিবার বিকেলে মামা জহিরুলের সঙ্গে মাহিন্দ্র ট্রাক্টরে চড়ে জমি চাষ করতে দক্ষিণ মাদ্রা এলাকায় যায় জোবায়ের ও জিহাদ। জমি চাষ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে পাশের খালে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মানবকণ্ঠ/এসআরএস