manobkantha

ঝিনাইদহে সাড়ে ৮ কোটি টাকার সোনা উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে ৫৮ বিজিবির সদস্যরা প্রায় ৮ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার ৬৫ টাকা মুল্যের প্রায় ১১ কেজি ৭৩৮.৮১ গ্রাম ওজনের ৯১টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এসময় এক স্বর্ণ চোরা কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার যাদবপুর ও আকন্দবাড়িয়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকন্দবাড়িয়া এলাকা থেকে আব্দুস শুকুর (৩৫) নামের এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করে। এ সময় তার  কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৬৯৯.৮১ গ্রাম। আনুমানিক মূল্য ৫০ লাখ ৯৯ হাজার ৫৪৫ টাকা।

এছাড়াও যাদবপুর গ্রামের গোপালপুর কলাবাগানের মধ্যে মাটিতে পুতে রাখা অবস্থায় ৮৫টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক ওজন ১১ কেজি ৩৯ গ্রাম। জব্দকৃত সোনার বারের মুল্য ৮ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৫২০ টাকা।

তিনি আরও জানান, দুইটি অভিযানে সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করা হয়।

মানবকণ্ঠ/এমআই