manobkantha

ককটেল বিস্ফোরণ: বিএনপির ১৭০ জনের নামে মামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা চলন্ত দুটি মোটরসাইকেলযোগে পৌঁছে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি অবিস্ফোরিত তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের নমুনা সংগ্রহ করে।

উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম বলেন, মামলার বিষয়টি শুনেছি। আমাদের কোনো নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়। এটি একটি সাজানো মামলা।

এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম মামলার বিষয়টি মানবকণ্ঠকে নিশ্চিত করে বলেন, ২০ জনের নামসহ ১৫০ জনকে অজ্ঞাত করে এ মামলাটি হয়েছে।

মানবকণ্ঠ/এমআই