
বিয়ে আমার কাছে রূপকথার গল্পের মতো: সুজয় প্রসাদ
- ৩০ নভেম্বর ২০২২, ১৫:৪৯
কলকাতার একটি গণমাধ্যমে অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জি বলেছেন, ‘পুরুষদের প্রেমটা একটু অন্যরকম হয়। অনেক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলাম। কিন্তু সেসব পুরুষের কোনো অবস্থান ছিল না। তবে আমি কোনো ঘর ভাঙিনি। আসলে বিয়েটা আমার কাছে রূপকথার গল্পের মতো; যা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া যায়।’
গতকাল মঙ্গলবার সুজয় তাঁর ফেসবুক পোস্টে এসব কথা লেখেন।
তিনি আরও লিখেছেন, ‘বেলাশেষে যে বছর মুক্তি পেল, সেই বছর বিয়ে করার জন্য সবচেয়ে বেশি অনুরোধ এসেছিল আমার কাছে। কোনো এক ম্যাট্রিমোনিয়াল সাইট বিজ্ঞাপন করতে চেয়েছিল। আমাদের ল্যান্ডফোনে মাকে প্রচুর আদেশ ও অনুরোধ শুনতে হয়েছে , 'সুচেতা, ছেলের বিয়ে দেবে না? শোনো আমার পাড়ায় দারুণ একটা মেয়ে আছে। কথা বলি?। ' এ ছাড়া মেসেঞ্জারে প্রেম নিবেদন তো আছেই। একটি মেয়ে প্রায়ই আমায় লিখত, 'আপনাকে ছাড়া আমি বাঁচব না। ' না না, বেঁচে আছে। ওরকম মনে হয় যে ওকে ছাড়া বাঁচব না।’
সুজয় প্রসাদ বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। অভিনেতা ছাড়াও একজন তিনি বাচিক-শিল্পী, জেন্ডার-রাইটস অ্যাক্টিভিস্ট।
মানবকণ্ঠ/আরসি