manobkantha

ঝিনাইদহের বেদে পল্লীতে খুন

ঝিনাইদহের কালীগঞ্জে বেদে পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষে আরিফ হোসেন (৪৮) নামে ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে পৌর কাউন্সিলর সজলসহ কমপক্ষে ১০ জন।

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদে পল্লীতে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাশিপুর গ্রামের মৃত ইব্রহিম লস্কারের ছেলে।

পুলিশ জানিয়েছে, কাশিপুর বেদে পল্লীতে এক পক্ষের মনিরুল ইসলাম এবং এক পক্ষের রাসেল হোসেন নেতৃত্ব দিয়ে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে তাঁদের ২ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় আরিফ হোসেন মারাত্মক আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা, বেদে পল্লীতে এক নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

মানবকণ্ঠ/এমআই