manobkantha

দেহরক্ষী সঙ্গে নিয়ে টোকিওতে বাস করছেন জ্যাক মা

২০২০ সালে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা চীন সরকারের ব্যাংকিং নীতি সম্পর্কে সমালোচনা করেছিলেন। এরপর হঠাৎ করেই জনসম্মুখে আসা বন্ধ করেন এই ধনকুবের।  

দ্য ফিনানশিয়াল টাইমস গতকাল মঙ্গলবার জানিয়েছে, জ্যাক মা এখন তার পরিবারের সদস্যদের নিয়ে জাপানের টোকিওতে আছেন। সেখানে ছয় মাস ধরে অবস্থান করছেন তিনি। সঙ্গে নিয়ে গেছেন নিজের ব্যক্তিগত দেহরক্ষী ও ব্যক্তিগত রাঁধুনিকে।      

সেখানে অনেকটা নীরবে জীবনযাপন করছেন জ্যাক মা। তেমন প্রকাশ্যে আসছেন না। টোকিও থেকে তিনি মাঝে মাঝে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে যান। সকল ব্যাবসায়িক কার্যক্রম সেখান থেকেই পরিচালনা করছেন। সূত্র: এনডিটিভি।

মানবকণ্ঠ/আরসি