manobkantha

মারা গেছেন চীনের সাবেক নেতা জিয়াং জেমিন

৯৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন চীনের সাবেক নেতা জিয়াং জেমিন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বুধবার জিয়াং জেমিন মারা গেছেন। 

তিনি তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভের পর ক্ষমতায় আসেন।

মানবকণ্ঠ/আরসি