manobkantha

রাশিয়ায় তেলের ডিপোতে আগুন

রাশিয়ার তেলের ডিপোতে আগুন লেগেছে। দেশটির ব্রায়ানস্ক অঞ্চলে এই ঘটনা ঘটে। 

স্থানীয় গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার ভোরে সেখানে তেল সংরক্ষণের বিশাল ট্যাংকে আগুন লেগেছে। 

রয়টার্স জানিয়েছে, ব্রায়ানস্ক অঞ্চলটি রাশিয়ার ইউক্রেন সীমান্ত সংলগ্ন এলাকায়। সেখানকার উত্তরাঞ্চলীয় সুরাজ জেলায় অগ্নিকাণ্ড ঘটেছে।

গভর্নর আরও জানান, ঘটনাস্থল থেকে আগুন ১৯ হাজার বর্গফুট এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র: রয়টার্স।

মানবকণ্ঠ/আরসি