manobkantha

কাতার-জার্মানির ১৫ বছরের গ্যাস সরবরাহ চুক্তি

কনোকোফিলিপস ও কাতার এনার্জি জার্মানির কাছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিক্রির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ (কাতার নিউজ এজেন্সি) এমন তথ্য জানিয়েছে। রুশ নির্ভরতা কমাতেই কাতারের কাছ থেকে জার্মান কর্তৃপক্ষ জ্বালানি কিনছে। 

কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি বলেন, "কাতার বাণিজ্যকে রাজনীতি থেকে আলাদা করেছে। আজ, জার্মানির কাছে তরলীকৃত গ্যাস বিক্রি করার জন্য একটি মার্কিন কোম্পানির সঙ্গে একটি চুক্তি হয়েছে।"

স্বাক্ষরিত ১৫ বছরের এই চুক্তির অধীনে ২০২৬ সালের জন্য নির্ধারিত প্রথম চালানের সঙ্গে জার্মানিতে ২০ লাখ টন এলএনজি সরবরাহ করা হবে। সূত্র: ইয়েনি শাফাক।  

মানবকণ্ঠ/আরসি