manobkantha

বিশ্বকাপ আয়োজনে ৫০০ শ্রমিকের মৃত্যু, স্বীকার করল কাতার

এবারের বিশ্বকাপ আয়োজনে বিভিন্ন প্রকল্পে কাজ করার সময় ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন ক্রীড়া আয়োজনের প্রধান হাসান আল- থাওয়াদি। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কাতারের সরকারি কর্মকর্তাদের দেয়া অভিবাসী শ্রমিকের মৃত্যুর সংখ্যা আগের চেয়ে অনেক বেশি।   

যুক্তরাজ্যের সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-থাওয়াদি প্রবাসী শ্রমিকের মৃত্যুর ওই সংখ্যা জানান। পরে সোমবার (২৮ নভেম্বর) টকটিভি সাক্ষাৎকারটি প্রচার করে। 

এর আগে কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপ সংশ্লিষ্ট প্রকল্পে কাজ করার সময় তিনজন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া কাজে না থাকা অবস্থায় আরও ৩৭ জনের মৃত্যু হয় বলে সেসময় জানা যায়।

মানবকণ্ঠ/আরসি