
হারলে বিদায় নেবে আর্জেন্টিনা!
৪৪ বছর পর বিশ্বকাপ ময়দানে আর্জেন্টিনা-পোল্যান্ড- অনলাইন ডেস্ক
- ৩০ নভেম্বর ২০২২, ১২:৪৪

৪৪ বছর পর বিশ্বকাপের মাঠে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পোল্যান্ড। শেষ ষোলোতে অবস্থান পাকা করার লক্ষ্যে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য যথেষ্ট চ্যালেঞ্জের ও গুরুত্বপূর্ণ বটে।
বাংলাদেশ সময় রাত একটায় দোহারের স্টেডিয়াম ৯৭৪-এ শুরু হবে এই ম্যাচ।
ঐতিহাসিক এই ম্যাচে পোল্যান্ডের সাথে ড্র হলেই শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকবে মেসিদের। তবে সেক্ষেত্রে মেক্সিকোর সঙ্গে সৌদি আরবের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে লিওনেল স্ক্যালোনির দলকে। সৌদি আরব মেক্সিকোর সঙ্গে হেরে গেলে, তবেই এই সুযোগ মিলবে আর্জেন্টিনার।
যদি পোল্যান্ডের সাথে হেরে যায়, তবে সামনে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই আর থাকবে না মেসিদের। এই ম্যাচটিই হবে আর্জেন্টিনার জন্য এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ।
১৯৬৬ সালে প্রথম মুখোমুখি হয় এই দুই দল। আর সবশেষ ২০১১ সালে এক প্রীতি ম্যাচে ২-১ গোলে পোল্যান্ডের কাছে হেরে যায় আর্জেন্টিনা। সব মিলিয়ে এপর্যন্ত মোট ১১ ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পোল্যান্ড। যেখানে ছয়টিতে জিতেছে আর্জেন্টিনা, পোলিশরা জিতেছে তিনটিতে। ড্র হয়েছিল দুই ম্যাচে।
মানবকণ্ঠ/আরসি