manobkantha

‘কৃষকদের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন’

কৃষি ও কৃষকদের উন্নয়নের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে  উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, কৃষকরা যাতে লাভবান হয় সেজন্য সকল ধরনের কৃষি সহযোগিতা দিয়ে আসছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভুর্তকিমুল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হুইপ ইকবাল আরও বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রেখেই আবাদ করা হচ্ছে। আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ পেয়ে কৃষকদের ফলন বৃদ্ধি পেয়েছে। কৃষকের অক্লান্ত পরিশ্রম ও সরকারের সহযোগিতায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভুমি) সাথী দাস প্রমুখ।

উল্লেখ, বিতরণ অনুষ্ঠানে ৭টি কম্বাইন হারভেস্টার, ১টি রিপার বাইন্ডার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ৩টি পাওয়ার থ্রেসার, মেইজ শেলার, পটেটো ডিগারসহ কৃষি যন্ত্র বিতরণ করা হয়।

মানবকণ্ঠ/এমআই