manobkantha

মোরেলগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২২-২৩ অর্থবছরে বোরো আবাদ বৃদ্ধি ও অনাবাদী জমি আবাদের আওতায় আনতে বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা কমপ্লেক্স ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ফাহিমা ছাবুল। স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী।

মানবকণ্ঠ/এমআই