manobkantha

হারলেই জার্মানির বিদায়

ফুটবল বিশ্বকাপ-২০২২

রাত ১টায় কাতারের আল খোর স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে জার্মানি। এই ম্যাচে হেরে গেলেই শেষ ষোলোর আগেই বিদায় নিশ্চিত হয়ে যাবে জার্মানির। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই।

কাতার বিশ্বকাপের সূচি প্রকাশের দিন থেকেই এই ম্যাচটি নিয়ে চর্চা চলছে। কারণ গ্রুপপর্বে এই একটি ম্যাচেই শুধু মুখোমুখি দুই সাবেক চ্যাম্পিয়ন। পরিস্থিতির কারণে হাইভোল্টেজ ম্যাচটির গুরুত্ব আরও বেড়ে গেছে।

তারুণ্যের ঝলকে কোস্টারিকাকে ৭-০ গোলে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে স্পেন। গাভি, ফেরান তোরেস, পেদ্রির মতো উঠতি তারকাদের জাদুকরি পারফরম্যান্স এবং বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় জয়ে লা রোহাদের আত্মবিশ্বাস তুঙ্গে।

জার্মানির অবস্থা ঠিক উলটো। পরিসংখ্যানও তাদের চোখ রাঙাচ্ছে। দুই বছর আগে উয়েফা নেশন্স লিগে সবশেষ দেখায় স্পেনের কাছে ৬-০ গোলে হেরেছিল জার্মানি!