
চীনে বহুতল ভবনে আগুন, মৃত্যু ১০ জন
- ২৫ নভেম্বর ২০২২, ১২:১৫

চীনের একটি বহুতল ভবনে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯ জন।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় পশ্চিমাঞ্চলীয় অঞ্চল জিনজিয়াংয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়েছে, বৈদ্যুতিক সকেট থেকে আগুনের সূত্রপাত। জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিতে ভবনটির ১৫ তলায় আগুন লাগে।পরে আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।
আহত ৯ জনের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছেন। গত কয়েক দিনে চীনে এটি দ্বিতীয় প্রাণঘাতী অগ্নিকাণ্ড।
এই সপ্তাহেই চীনের মধ্যাঞ্চলীয় শহর আনিয়াংয়ে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৩৮ জন নিহত হয়েছেন।
মানবকণ্ঠ/এআই