manobkantha

যশোর-কক্সবাজারে নভোএয়ারের ফ্লাইট চালু

যশোর থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিল নভোএয়ার।

আগামী ৩০ নভেম্বর থেকে এই পরিচালনা কার্যক্রম শুরু হবে। 

ফ্লাইটটি সরাসরি যশোর থেকে প্রতি সপ্তাহের বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টা ৫৫ মিনিটে পৌঁছাবে। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে যশোরে সকাল ১১টায় পৌঁছাবে।

এই রুটে ওয়ানওয়ের সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ভ্রমনপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাতের ফ্রি হোটেল অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফারটি উপভোগ করতে দুইজনের কক্সবাজার থেকে যশোরের রিটার্ন টিকেটও কিনতে হবে। এই অফারে দুইজনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে। 

এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৬টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সী প্যালেস।

মানবকণ্ঠ/আরসি