manobkantha

‘ইমিউনিটি কমে যাওয়ায় বাড়ছে করোনা’

করোনা ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট ও ইমিউনিটি কমে যাওয়ায় করোনা সংক্রমণ আবারও বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের নতুন সভাকক্ষে আয়োজিত ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য দেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট এবং ইমিউনিটি কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে করোনার চতুর্থ ডোজ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। টিকা কর্মসূচি আরও জোরদার করতে আগামী ১১ অক্টোবর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে।

আগামী ৩ অক্টোবরের পর থেকে করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ হয়ে যাবে বলে জানান আবুল বাশার।

মানবকণ্ঠ/এআই