manobkantha

কাফকো সিবিএর শোক দিবস উদযাপন

চট্টগ্রামে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) সিবিএ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে কাফকো হাউজিং মিলনায়তনে কাফকো এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাফকোর চীফ্ অপারেশন অফিসার মোহাম্মদ আমির খুররম।

সিবিএ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাফকোর জেনারেল ম্যানাজার এডমিন এস.এম আলমগীর রহমান, ডিজিএম এইচ.আরও হাসান আহমেদ, সিবিএ সাধারণ সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সি.এডমিনিস্ট্রেটর মোহাম্মদ মুজিবর রহমান, সিবিএ উপদেষ্টা মোহাম্মদ মোবারক মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ আবু তাহের, প্রসেস কন্ট্রোল মোহাম্মদ রাশেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

মানবকণ্ঠ/এমআই