manobkantha

নেইমারকে রাখতে চাইলেও নয়া কোচের ‘হাত-পা বাঁধা’

নেইমারের পিএসজি-ভাগ্য দুলছে পেন্ডুলামের মতো। নয়া কোচ ক্রিস্তোফ গালতিয়েরের দায়িত্ব নিয়েই বলেছিলেন, নেইমারকে দলে পাওয়া ভাগ্যের ব্যাপার। সেই বক্তব্যের পর ভাবা হচ্ছিল, এই বোধহয় পিএসজিতে নেইমারের ভাগ্য ফিরল। তবে সেই কোচ গালতিয়েরের কথাতেই এবার পিএসজিতে নেইমারের ভাগ্যাকাশে ফের অনিশ্চয়তার মেঘ উঁকি দিচ্ছে।

নেইমারকে পিএসজিতে রেখে দেওয়ার ব্যাপারে গালতিয়েরের আত্মবিশ্বাসী সুর মিইয়ে গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কোচ পরিস্কার বলে দিয়েছেন, ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টার বয়কে দলে রাখা বা না রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাব।

লে.কিপের সঙ্গে আলাপচারিতায় নেইমার ইস্যুতে গালতিয়ের বলেন, হ্যাঁ (নেইমারকে রেখে দেওয়ার ব্যাপারে) আমি নিশ্চিত ছিলাম। তবে এখানে এমন অনেক কিছুই আছে যা আমার নিয়ন্ত্রণের বাইরে।

পিএসজির ডাগআউটে পচেত্তিনোর স্থলাভিষিক্ত হয়ে এই ফরাসি ম্যানেজার এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে সবচেয়ে আলোচিত পদক্ষেপ হচ্ছে স্কোয়াডের আকার ছোট করা। সেজন্য এরই মধ্যে ১১ জন ফুটবলারকে বিক্রির তালিকায়ও তুলেছেন তিনি।

লে.কিপের সঙ্গে সাক্ষাৎকারে এই সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মেসি-নেইমার নতুন ‘গুরু’ গালতিয়ের বলেন, গোলরক্ষকদের বাদ দিলেও আমাদের দলে এখন ২৬-২৭ জন খেলোয়াড় আছে। এটা (প্রয়োজনের তুলনায়) অনেক বেশি। বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হবে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এটা মোটেও সহজ ছিল না। আমরা ২১ জন খেলোয়াড় এবং কয়েকজন তরুণকে নিয়ে নতুন মৌসুম শুরু করব।

মানবকণ্ঠ/এমআই