manobkantha

১৫ বছর পর কনডেম সেল থেকে মুক্তির নির্দেশ

দীর্ঘ ১৫ বছর ধরে কনডেম সেলে থাকা ফাঁসির সাজাপ্রাপ্ত দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। খালাস পাওয়া দুই আসামিরা হলেন- ইসমাঈল হোসেন বাবু ও সোনাদি। আরেক ফাঁসির আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি আপিল বিভাগ তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) এ বিষয়ে শুনানি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আজ আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হয় মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে ফাঁসির সাজা দেন বিচারিক আদালত।

পরবর্তীতে ডেথরেফারেন্স ও আসামিদের আপিল শুনে হাইকোর্ট সে রায় বহাল রাখে। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে শুনানি শেষে মৃত্যুদণ্ড থেকে দুজনকে খালাস ও একজনকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করে রায় দেন আপিল বিভাগ।

মানবকণ্ঠ/এআই