manobkantha

ময়মনসিংহ মেডিকেলে করোনায় মৃত্যু ২

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের সাথী (২২) ও সুলতানা পারভীন (৩৮)। তারা করোনায় আক্রান্ত হয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। এদিকে হাসপাতালে পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে।

এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৩০ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন দুইজন। এদিকে গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান ডা. মুন।