manobkantha

টানা বৃষ্টি: ভোগান্তিতে নগরবাসী

সোমবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিস ও স্কুলগামীরা।

জানা গেছে, টানা বৃষ্টি হওয়ায় সড়কে পানি জমে আছে। গাড়ির সংখ্যাও কম। এ কারণে অফিসগামীরা ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গাড়ির দেখা পাননি। অনেকক্ষণ পরপর গাড়ি এলেও তাতে উপচেপড়া ভিড়, উঠার কোনো জো নেই। আবার সড়কে পানি জমে থাকায় প্রচন্ড যানজট। গাড়ি যেন এগোচ্ছেই না।

সকাল সাড়ে ৮ টায় রাজধানীর আবদুল্লাহপুরে দেখা গেছে, বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন কয়েকশ’ মানুষ। অনেকক্ষণ পর পর এক দুইটা বাস আসছে। তাতে ওঠার জন্য রীতিরত সংগ্রাম করছেন অফিসগামীরা।

ঢাকা-ময়মনসিংহ সড়কের বিমানবন্দর এলাকায় দেখা গেছে, সড়কের দুদিকেই তীব্র যানজট। বাসের সংখ্যা কম থাকলেও সড়কে ব্যক্তিগত গাড়ি-সিএনজি অটোরিকশা বেশি।

রাজধানীর বনানী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান, গ্রিন রোড, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, নাবিস্কোসহ বিভিন্ন রাস্তায় প্রায় একই চিত্রের খবর পাওয়া গেছে। এ কারণে স্কুলে ও কর্মস্থলে যেতে রাজধানীবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে একই এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর–পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বেশির ভাগ এলাকাজুড়ে আজ সোমবার বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে দেশের বেশির ভাগ এলাকার আকাশ আগামীকাল মঙ্গলবার থেকে পরিষ্কার হতে থাকবে। ফলে তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি।