manobkantha

মমেক হাসপাতালে আরো চারজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গে তিনজন মারা যান।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছার আবুল হোসেন, হালুয়াঘাটের জামাল, জামালপুর বকশীগঞ্জের জলি সাহা। করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন ময়মনসিংহের ফুলপুরের আজিম উদ্দিম।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে পাঁচজনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫২টি নমুনা পরীক্ষায় চারজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।