manobkantha

সিলেটে আরও পাঁচজনের প্রাণ নিল করোনা

সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজন মারা গেছে। এ সময় ৮৭৪ নমুনা পরীক্ষায় নতুন ৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার চার দশমিক ৯২ শতাংশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ২৭ জন, সুনামগঞ্জে এক, হবিগঞ্জে তিন এবং মৌলভীবাজারে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮৫-তে। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৫৫৭ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২১০, হবিগঞ্জে ৬ হাজার ৫৮৮ এবং মৌলভীবাজারে ৭ হাজার ৯৮৫ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় মৃত পাঁচজনের মধ্যে তিনজনই সিলেট জেলার বাসিন্দা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও দুজন।

বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৩৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৩২ জন, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৭ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৪ জন।

মানবকণ্ঠ/এমএইচ

দেখুন: