manobkantha

এসএসসি পরীক্ষা: ১০-১২ নভেম্বর শুরু হতে পারে

আগামী ১০-১২ নভেম্বরের মধ্যে যেকোনো দিন এসএসসি পরীক্ষা শুরু হতে পারে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো।

এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড সূত্র জানিয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষা আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশ্নপত্র ছাপার কাজ শেষ হয়েছে। এ সপ্তাহে প্রশ্নপত্র জেলা পর্যায়ে পাঠানো হবে।

যেহেতু ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে, তাই আগামী ১০ থেকে ১২ নভেম্বরের যেকোনো দিন থেকে এসএসসি পরীক্ষা শুরু করতে চায় শিক্ষা বোর্ডগুলো। উল্লেখিত সময়ের মধ্যে এ পরীক্ষা শুরু করলে পরবর্তী এক মাসের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। 

মানবকণ্ঠ/এমএম