manobkantha

করোনাভাইরাস: খুলনা বিভাগে কমলো মৃত্যু-শনাক্ত

খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমেছে। তাণ্ডব চালানো করোনার ভয়ানক ছোবলে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে করোনা শনাক্ত হয়েছে ৫৭১ জনের।

শনিবার (৩১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার (৩০ জুলাই) বিভাগে ৩৪ জনের মৃত্যু এবং ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় চারজন, যশোর ও ঝিনাইদহে তিনজন করে, চুয়াডাঙ্গায় দুইজন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯২ হাজার ৯৩২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৩৮৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৭৮৬ জন।

মানবকণ্ঠ/এমএ