manobkantha

কাশ্মীরের ১২ বছর বয়সী কিশোর কবির কাব্যগ্রন্থ প্রকাশ

কাশ্মীরের ১২ বছর বয়সী কিশোর কবি আব্দুল্লাখ বিন জুবাইরের কাব্যগ্রন্থ নো প্লেস ফর গুড প্রকাশিত হয়েছে। জুবাইর শ্রীনগরের ডিপিএস স্কুলের শিক্ষার্থী।

গত ২০ জুন রবিবার শ্রীনগের শাহেনশাহ হোটেলে এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচিত হয়।

নিজের লেখা কাব্যগ্রন্থ নিয়ে আব্দুল্লাহ বলেন, আমার যখন আট বছর বয়স তখন থেকেই আমি কবিতা লেখা শুরু করি,। ২০১৬ সালে যখন কাশ্মীরে সহিংসতা শুরু হয় তখন আমাদের স্কুল বন্ধ হয়ে যায়।

বাড়িতে লকডাউন অবস্থায় আমি তখনকার অনুভূতি নিয়ে কবিতা লেখতে শুরু করি। আমার মনে হতে থাকল আমি লেখতে পারি। আমি কবিতা লেখতে শুরু করি।

তবে ভাবিনি যে এগুলো একদিন গ্রন্থ আকারে প্রকাশিত হবে। ২০১৯ সাল নাগাদ আমার ল্যাপটপে অনেক কবিতা জমে যায়। সর্বশেষ চলতি বছর মহামারির মধ্যেই আমার বইটি বের হল।