manobkantha

এভারেস্ট জয় করলেন কাশ্মীরের মাহফুজ ইল্লাহি

কাশ্মীরের দক্ষিণনাঞ্চলীয় কুলগাম জেলার বাসিন্দা মাহফুজ ইল্লাহি হাজাম বিশ্বের বৃহত্তম পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন। গত ১ জুন তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

জানা গেছে, পুরো কাশ্মীরে পর্বতারোহী হিসেবে খ্যাতি ছিল মাহফুজের। তিনি আরতে (পাহলগাম) অবস্থিত জওহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড উইন্টার স্পোর্টস (জেআইএম এবং ডাব্লুএস) এর একজন বেসামরিক প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মাহফুজ ইন্ডিয়া টুডেকে বলেন, ১ জুন স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে আমি এভারেস্টের চূড়ায় পৌঁছাই। আমি কর্নেল এলএস থাপাকে দেখে এভারেস্টে ওঠার অনু-প্রেরণা পাই। কর্নেল থাপা ওহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের প্রিন্সিপালের দায়িত্বে আছেন। তিনি দুবার এভাররেস্টের চূড়ায় উঠেছেন।

খুব স্বচ্ছল পরিবারে জন্ম হয়নি মাহফুজের। তিনি কুলগাম জেলার কুইজার এলাক্য জন্মগ্রহন করেন। তাঁর বাবা ছিলেন একজন নাপিত।

মাহফুজ জানান, এভারেস্ট অভিযানে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে ১০ দিন তিনি একটি ক্যাম্পে আটকা ছিলেন।

মাহফুজ বলেন, কাশ্মীরে যুবকদের উচিত দু: সাহসিক খেলায় অংশ নেওয়া। কারণ আমাদের এখানে এই সুযোগ রয়েছে।