manobkantha

ইরাকে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৫ সেনাসদস্য নিহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে অভিযানে অংশ নিতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্স মেহের নিউজের।

হেলিকপ্টার বাগদাদের উত্তরাঞ্চলে আমেরলি শহরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। তবে এটি হামলায় নাকি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, তা উল্লেখ করেনি ইরাকের সেনাবাহিনী।

২০১৭ সালে দেশটি আইএসমুক্ত হলেও সম্প্রতি একাধিক সশস্ত্র সংগঠন মার্কিন জোটের ওপর হামলা চালাচ্ছে।

আর এ কারণেই মার্কিন বাহিনী দেশটি থেকে দ্রুত গুটিয়ে নেওয়ার দাবি উঠেছে।

মানবকণ্ঠ/আরআই