manobkantha

মিডিয়ার সঙ্গে তৈমুরের এ কেমন আচরণ!

বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুর আলী খান। এখনো বেশ ছোট্ট সে। কিন্তু তাতে কী। সবকিছুকে বয়সের ফ্রেমে বাধতে নেই। তৈমুর সেটা প্রমাণ করেছেন। আর এতে সবাই রীতিমত অবাক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সাইফ আলী খান মুম্বাইয়ের বাড়ি থেকে বের হচ্ছেন। ঠিক তার কিছুক্ষণ পরেই বেরিয়ে আসেন তৈমুর। এ সময় মিডিয়ার ক্যামেরায় ভি আঙ্গুল দেখিয়ে পোজ দেয় তৈমুর। এরপরই বলতে থাকে, ‘আমি কি এখন যেতে পারি।’ অনুমতি নিতে নিতে হেঁটে গাড়িতে উঠে যায় তৈমুর!

তৈমুরের এমন আচরণে নেটিজেনদের মধ্যেও বিস্ময় প্রকাশ পেয়েছে। মিডিয়ার কাছে ছোট্ট তৈমুরের অনুমতি প্রার্থনাটা সবাইকে অবাক করেছে। অনেকে তৈমুরের প্রশংসাও করছেন।

মানবকণ্ঠ/আরআই