manobkantha

ভারতে এক লাফে বাড়লো সংক্রমণ-মৃত্যু

একদিনের ব্যবধানে ভারতে নতুন করে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে। ১৩২ দিন পর মঙ্গলবার দেশটিতে দৈনিক সংক্রমণ সবচেয়ে কমে আসে। এর পরদিনই দেশটিতে সেই সংখ্যা লাফিয়ে বেড়ে সাড়ে ৪৩ হাজার ছাড়িয়েছে। এমনকি মৃত্যুও এক লাফে তুলনামূলকভাবে বেড়েছে।

বুধবার (২৮ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা এক লাফে বেড়েছে প্রায় ১৪ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ২২৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২২ হাজার ২২ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের সংখ্যায় বুধবার সামনে এসেছে উল্টো চিত্র। অর্থাৎ ধারাবাহিকতা ভেঙে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে ফের বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৬৭৮ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৪৩ হাজার। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২৭ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। দেশটিতে সুস্থতার হার মঙ্গলবারের মতো বুধবারও রয়েছে ৯৭ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ভারতে ফের বেড়েছে দৈনিক সংক্রমণের হার। মঙ্গলবার এই ২ শতাংশের নিচে (১ দশমিক ৭৩ শতাংশ) থাকলেও বুধবার তা বেড়ে হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। টানা ৩৭ দিন ধরে দেশটিতে এই হার ৫ শতাংশের নিচেই রয়েছে।

বুধবার ভারতের মোট দৈনিক সংক্রমণের অর্ধেকই হয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১২৯ জন। মহারাষ্ট্রে তা সাড়ে ৬ হাজারের কম। তামিলনাড়ুতে ১ হাজার ৭৬৭, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে দেড় হাজারের বেশি শনাক্ত হলেও আগের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। তবে উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামছাড়া।

এদিকে কেরালায় দৈনিক মৃত্যুর সংখ্যা প্রতিদিনই থাকছে ১৫০-র আশপাশে। তবে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু ২৫০ ছাড়িয়েছে। উড়িষ্যায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। বাকি সব রাজ্যেই দৈনিক মৃত্যু রয়েছে ৫০-এর নিচে।

মানবকণ্ঠ/এনএস