manobkantha

অন্তঃসত্ত্বা ঐশ্বরিয়া, ছবি ভাইরাল করলেন নায়িকা নিজেই

তাহলে কী নতুন সদস্য যোগ হতে চলেছে বচ্চন পরিবারে? ম্যাম আপনি কি অন্তঃসত্ত্বা? দারুণ লাগছে অন্তঃসত্ত্বা ঐশ্বরিয়াকে। হবু মা ও সন্তানের জন্য শুভকামনা। এমন অসংখ্য শুভেচ্ছা বার্তায় সিক্ত বলিউড অভিনেত্রী এবং সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। কিন্তু সত্যই কি তিনি মা হতে যাচ্ছেন?

গত রোববার নিজের ফেসবুকে পেজে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্যাপশনে লেখেন, গতকাল রাতে খুব প্রিয় তিনজনের সঙ্গে দারুণ সময় কাটালাম।

এরপর থেকেই শুরু হয়েছে বলিউডের এই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তাকে রীতিমতো শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তার ভক্তরা।

এরই মধ্যে তিনি তামিল পরিচালক মণি রত্নমের ‘পননিয়ান সেলভান’-এর কাজ শুরু হয়েছে। সেখানে সিনেমার দুই কেন্দ্রীয় নারী ঐশ্বরিয়া রাই ও লক্ষ্মী তামিলনাড়ুর পন্ডিচেরিতে সেটে যোগ দিয়েছেন। সেখানে শরৎ কুমার এবং তার মেয়ে বড়লক্ষ্মী ও পূজার সঙ্গে ছবি তোলেন তারকা দম্পতি। তবে মা হওয়ার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া।

উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। ২০১১ সালে তাদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়।

মানবকণ্ঠ/আরআই