manobkantha

গজারিয়ায় প্রাইভেটকার খাদে পড়ে তিনজনের প্রাণহানি

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকাগামী একটি প্রাইভেটকার খাদে পড়ে প্রাণ গেলো তিনজনের। ঈদের দিন বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দীন।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, একটি প্রাইভেটকার আলীপুরা নামক এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়িসহ নিহতদের উদ্ধার করা হয়েছে।

মানবকণ্ঠ/এমএ