manobkantha

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২০ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় হোয়াইটওয়াশ মিশনে নেমেছে টাইগাররা। এদিকে এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

সফরকারীদের লক্ষ্য শেষ ম্যাচটাও জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা এবং আইসিসি ওয়ানডে সুপার লিগের ১০ পয়েন্ট নিশ্চিত করা। ফলে শেষ ওয়ানডেও বাংলাদেশের কাছে সমান গুরুত্বের।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাদশে খেলছেন মুস্তাফিজ। এছাড়া মুস্তাফিজের সঙ্গে উইকেট কিপার ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহানেরও খেলার সম্ভাবনা রয়েছে।

এক নজরে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

মানবকণ্ঠ/এনএস