manobkantha

কাবুলে ঈদের নামাজের সময় দফায় দফায় রকেট হামলা

আফগানিস্তানের কাবুলে ঈদুল আযহার নামাজের সময় দফায় দফায় রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ঈদের নামাজের সময় প্রেসিডেন্ট ভবনের কাছে দফায় দফায় এ রকেট বিস্ফোরণের ঘটনা ঘটে।

সকালে টোলো নিউজের টুইটে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, রাজধানী কাবুলে প্রেসিডেনশিয়াল প্যালেসের আঙিনায় মুসল্লিদের সঙ্গে ঈদুল আজহার নামাজ পড়ছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ঠিক সে সময় দফায় দফায় বোমা বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হতে থাকে চারপাশ। আশরাফ ঘানিসহ অন্যরা সে বিকট শব্দ উপেক্ষা করে নামাজরত ছিলেন।

সংবাদমাধ্যম সিনহুয়া বলছে, কাবুলের সর্বোচ্চ নিরাপদ স্থান গ্রিন জোন, যেখানে প্রেসিডেন্টের প্রাসাদ ও মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দূতাবাস রয়েছে, ঈদের তিন সকালে সেখানে এই রকেট হামলার হলো।

মানবকণ্ঠ/এনএস