manobkantha

চীনে হোটেল ধস: নিহতের সংখ্যা বেড়ে ১৭

চীনে একটি হোটেল ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়াল।ধ্বংসাবশেষের মধ্যে আটকেপড়া ২৩ জনের মধ্যে ছয়জনকে জীবিত পান উদ্ধারকর্মীরা।

গত সোমবার বিকালে হোটেলটির একটি অংশ ধসে পড়ে। ধসেপড়া হোটেলটির নাম সিজি কাইইউয়ান।

বুধবার (১৪ জুলাই) দেশটির বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানায় রয়টার্স।

খবরে বলা হয়, চীনের জিয়াংসু প্রদেশের সুজউ শহরে একটি হোটেলের অংশ ধসেপড়ার পর ঘটনাস্থলে আটজনের মৃত্যু হয়েছিল। এর পর বুধবার জানানো হয়, মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

চীনের সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, উপকূলীয় শহরটির সিজি কাইইউয়ান হোটেলের একটি অংশ ধসেপড়ার ঘটনায় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের একটি দল পাঠিয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ধসে পড়া এই হোটেলটি চালু হয় ২০১৮ সালে। কম খরচে থাকা যেত এই সিজি কাইইউয়ান হোটেলে। যে অংশটি ধসে পড়েছে সেটি ছিল তিন তলাবিশিষ্ট। একটি বুকিং ওয়েবসাইট জানিয়েছে, হোটেলটিতে ৫৪টি কক্ষ ছিল।

মানবকণ্ঠ/এমএ