manobkantha

ইরাকে ফের কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ৪৪

ইরাকে ফের কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৪ জন মারা গেছে। দেশটিতে তিন মাসের মধ্যে এটি করোনা ইউনিটে দ্বিতীয় অগ্নিকাণ্ড।

সোমবার রাতে দক্ষিণের নাসিরিয়া শহরের আল-হুসেইন হাসপাতালে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তাতে একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হওয়ার পর ওই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পোড়া দেহ বের করে আনতে দেখা গেছে উদ্ধারকর্মীদের। ভেতরে এখনও তল্লাশি চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ওয়ার্ডে এখনও কেউ আটকে আছেন কি না, তা দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা হাসপাতালের বাইরে বিক্ষোভ শুরু করে। সোশাল মিডিয়ায় অনেকে কর্মকর্তাদের পদত্যাগের দাবি তোলেন।

ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসি এক টুইটে বলেন, হাসপাতালের ওই অগ্নিকাণ্ড ইরাকিদের জীবন বাঁচাতে ‘ব্যর্থতারই স্পষ্ট প্রমাণ’। দুর্যোগ ডেকে আনা এই ব্যর্থতার অবসানের এখনই সময়।”

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামালি বলেন, দক্ষিণ ইরাকের নাসিরিয়ায় আল-হোসাইন হাসপাতালে সোমবার রাতে আগুন লাগে। আগুনে পুড়েই তারা মারা গেছে। সেখানে ৬০ জন রোগীর থাকার ব্যবস্থা ছিল। অনুসন্ধান চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। মৃতদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মীও রয়েছে।

ইরাকে চলতি বছর এ নিয়ে দুবার কোভিড হাসপাতালে আগুন লাগল। গত এপ্রিলে মজুত করা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছিল। ওইসময় আরো ১১০ জন আহত হয়েছিলেন।