manobkantha

জনজাতি বিষয়ক সাংবাদিক সম্মাননা পেলেন ৭ গণমাধ্যমকর্মী

ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা জনজাতি বিষয়ক সাংবাদিকতার জন্য দেশের ৭ সাংবাদিককে সম্মাননা জানিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভলপমেন্ট (আইইডি)। একইসঙ্গে তিন লেখকও পেয়েছেন লেখক সম্মাননা। প্রতিষ্ঠানটির সমন্বয়ক জ্যোতি চট্টোপাধ্যায় আজ বৃহস্পতিবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন।

সম্মাননা পাওয়া ৭ জন গণমাধ্যমকর্মী হলেন- আহমেদ সার্জিন শরীফ (ঢাকা ট্রিবিউন), রাবেয়া বেগম বেবি (ইত্তেফাক), আরিফুল ইসলাম (মানবকণ্ঠ), আফরিন নাহার (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম), এস এম জুবায়ের (ডিবিসি নিউজ), শামসুজ্জামান শাহীন (বাংলাদেশ প্রতিদিন), মিন্টু দেশোয়ারা (ডেইলি স্টার)।

লেখক সম্মাননা পেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন, উন্নয়ন কর্মী পল্লব চাকমা ও গবেষক ত্রিমিতা চাকমা।

এ উপলক্ষে রাজধানীর ফোক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান, অতিথি ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, প্রবীণ বিশেষজ্ঞ হাসান আলী, জনউদ্যোগের সদস্য সচিব তারিক হোসেন মিঠুলসহ আরও অনেকে।

একই অনুষ্ঠানে জনজাতির অধিকার আদায়ের আন্দোলনে অসামান্য অবদান রাখায় প্রবীণ রাজনীতিক পংকজ ভট্টাচার্যকে আজীবন সম্মাননা দেয়া হয়।

মানবকণ্ঠ/এনএস