manobkantha

কুমেকে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ এবং দুইজন নারী।

রোববার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে আলী আজম (৮৫) নামে একজন মারা গেছেন। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মৃত আলী আকবরের ছেলে।

এছাড়া উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ইশুর রহমানের মেয়ে মনোয়ারা বেগম (৯৫) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মৃত ইশুন আলী মেয়ে সাফিয়া (৯৫)।

উল্লেখ্য, এ পর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৯১ জন। অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৫২৮ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৯৪৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন।

মানবকণ্ঠ/এসকে