manobkantha

ঝালকাঠিতে আরও এক করোনা রোগী

ঝালকাঠিতে আরও এক করোনা রোগী

ঝালকাঠিতে নতুন করে আরো এক করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। বুধবার দুপুরে ঝালকাঠির সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। প্রাথমিক অবস্থায় তাকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই এলাকার ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম এক পরিবারের তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপরে এক পুলিশের এসআই ও ইউপি সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হন। জেলায় এ পর্যন্ত ২০২ জনের জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এরমধ্যে ১৮৮ জনের ফলাফল এসেছে।

মানবকণ্ঠ/আরবি