manobkantha

করোনা সংকটেও সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে: এডিবি

করোনা সংকটেও সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে: এডিবি
করোনা সংকটেও সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে: এডিবি

মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে যখন বিশ্ব অর্থনীতি হুমকির মুখে তখন বাংলাদেশের জন্য সুখবর দিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলতি বছরে এশিয়া মহাদেশে বাংলাদেশ সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে বলে পূর্বাভাস জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩ এপ্রিল) এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২০-এ এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কিছুটা কমে ৭.৮ শতাংশ হতে পারে। তবে সরকার চলতি অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল।

এডিবির পূর্বাভাসে বলা হয়েছে, ২০২০ সালে রাজনৈতিক স্থিতিশীলতা, নিয়ন্ত্রিত গ্রাহক, বিনিয়োগের আস্থা, আমদানি, রপ্তানি ও আর্থিক সংস্থান পুনরুদ্ধার, কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সম্প্রসারণ নীতি, অনুকূল আবহাওয়ার কয়েকটি অনুমানের ওপরে ভর করেই ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া এশিয়ার দেশগুলোর মধ্যে চীন ২ দশমিক ৩ শতাংশ, ভারতে ৪ শতাংশ, ভিয়েতনামে ৪ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে ধারণা করছে এডিবি। এছাড়া পূর্ব এশিয়ার দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

এডিবির তথ্য মতে, ২০২০ সালে এশিয়ার গড় প্রবৃদ্ধি ২ দশমিক ২ শতাংশ কমে যেতে পারে। যেখানে গত বছর গড়ে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ জনে। এর মধ্যে ২৬ জন  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৬ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যাননি।

মানবকণ্ঠ/এসকে