manobkantha

কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে তানহা নামে আঠারো মাস বয়সের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। তানহা ওই গ্রামের মো. শহিদুল ইসলাম হাওলাদারের মেয়ে ।

আজ বৃহস্পতিবার (২এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির সবার অগোচরে নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে তানহা পানিতে পড়ে ডুবে যায়। তার মা তাকে দীর্ঘ সময় না দেখে পুকুর পাড়ে তাকে ভাসতে দেখে। এরপর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সায়মা সুলতানা শান্তা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মানবকণ্ঠ/জেএস