manobkantha

খুলনায় ১৯৮ জন হোম কোয়ারেন্টাইনে

খুলনায় ১৯৮ জন হোম কোয়ারেন্টাইনে
ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে খুলনায় বিদেশফেরত ১৯৮ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়া থেকে দেশে ফিরেছেন। খুলনার সিভিল সার্জন সুজাত আহমেদ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিদেশফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা করোনাভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

মানবকণ্ঠ/আরবি